ওয়েব ডেস্ক: "মঙ্গল গ্রহে জরিপ চলছে খুব
সেখানে শুনছি ঘর-বাড়ি তোলা হবে
জল্পনা ছোটে পশ্চিম থেকে পূব
গ্রাম থেকে গ্রামে ডাক্তার যাবে কবে?"-
কবীর সুমন


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুধু বেঁচে থাকার ন্যুন্যতম পরিষেবাই নয়, ইন্ডিয়া মঙ্গলে পৌছেলেও ভারত ডুবে সেই কুসংস্কারেই। সামাজিক অজ্ঞতা ও সংস্কারের মর্মান্তিক ছবি ধরা পড়ল ওড়িশায়। এডস আক্রান্তকে শ্মশানে পোড়ানো যাবে না। নিদান গ্রামের মাতব্বরদের। তাই বাড়ির সামনেই হল HIV আক্রান্তের অন্ত্যেষ্টি।


বালেশ্বরের সোরো থানার তেন্তেই গ্রামে গত সপ্তাহে এই ঘটনা ঘটেছে। ওই দলিত তরুণ দীর্ঘদিন মুম্বইয়ে কর্মরত ছিলেন। গুরুতর অসুস্থ হয়ে বাড়ি ফেরেন। কটকের SCB হাসপাতালে গত শুক্রবার মৃত্যু হয় তাঁর। পরিবারের লোকেরা হাসিয়ানিপাড়া শ্মশানে অন্ত্যেষ্টির কথা ভেবেছিলেন। কিন্তু বেঁকে বসেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের চাপেই বাড়ির কাছে তরুণকে দাহ করতে বাধ্য হয় তার পরিবার।


আরও পড়ুন- জম্মুর বিক্রম চকে উদ্ধার হল দেড়শোটিরও বেশি পায়রা


কয়েকমাস আগেই HIV ও AIDS বিল সংশোধন করে আক্রান্তদের অধিকার আরও জোরালো করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু, এডসকে ঘিরে সামাজিক অজ্ঞতার ব্যাধি যে আইন করে নিরাময় করা সম্ভব নয় ওড়িশার ঘটনাতেই তা পরিষ্কার।


আরও পড়ুন - উরি সেনাঘাঁটিতে হামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেল সেনাবাহিনী