নিজস্ব প্রতিবেদন: সোহরাবুদ্দিন শেখ সংঘর্ষ মামলায় বিচারপতি বিএইচ লোয়ার মৃত্যুরহস্য ভেদে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি লোয়ার মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। কাঠগড়ায় তুলেছিলেন, কেন্দ্রীয় সরকারকে। শীর্ষ আদালতের রায়ের পরই কংগ্রেসকে আক্রমণ শানিয়েছে বিজেপি। দলের মুখপাত্র সম্বিত্ পাত্র বলেন, ''নিজেদের স্বার্থে বিচারব্যবস্থাকে নিয়ে রাজনীতি করছেন অনেকে।''    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৪ সালে ১ ডিসেম্বরে নাগপুরে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় লোয়ার। সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলার বিচার চলছিল তাঁর এজলাসে। এই মামলায় পুলিস আধিকারিকরা ছাড়াও জড়িত রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তদন্তের আবেদন খারিজ করে এদিন শীর্ষ আদালত জানায়, ৪ জন বিচারপতির বয়ান নিয়ে সংশয়ের কোনও কারণ নেই। বিভিন্ন নথি থেকে প্রমাণিত হয়েছে, বিচারপতি লোয়ার মৃত্যু স্বাভাবিক। এর পাশাপাশি আবেদনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এটা বিচারব্যবস্থার স্বাধিকারের ওপরে আঘাত।    
           
শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীর কথায়,''বিরোধীদের মুখোস খুলে দিল সুপ্রিম কোর্টের রায়। দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত রাহুল গান্ধীর।'' বিজেপির মুখপাত্র সম্বিত্ পাত্র বলেন, ''রাজনৈতিক পরিসর হারাচ্ছে কংগ্রেস। সে কারণেই ভিত্তিহীন অভিযোগ করছে তারা।''       


আরও পড়ুন- নারীঘটিত অপরাধে অভিযুক্ত ৪৮ বিধায়ক-সাংসদ, দ্বিতীয়স্থানে বাংলা