জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে পাঁচজন নতুন বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার সুপ্রিম কোর্টে পাঁচজন নতুন বিচারপতি নিয়োগের ওয়ারেন্টে স্বাক্ষর করেছেন। সোমবার সুপ্রিম কোর্টে শপথগ্রহণ অনুষ্ঠানের পর নতুন বিচারপতিদের দায়িত্ব দেওয়া হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজস্থান হাইকোর্টের (Rajasthan High Court) প্রধান বিচারপতি পঙ্কজ মিথাল (Chief Justice Pankaj Mithal); পাটনা হাইকোর্টের (Patna High Court) প্রধান বিচারপতি সঞ্জয় করোল (Chief Justice Sanjay Karol); মণিপুর হাইকোর্টের (Manipur HC) প্রধান বিচারপতি পিভি সঞ্জয় কুমার (PV Sanjay Kumar); পাটনা হাইকোর্টের (Patna HC) বিচারপতি, জাস্টিস আহসানউদ্দিন আমানুল্লাহ (Justice Ahsanuddin Amanullah); এবং এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি (Allahabad HC), জাস্টিস মনোজ মিশ্র (Justice Manoj Misra) শীর্ষ আদালতের বিচারক হিসেবে শপথ নেবেন।


আরও পড়ুন: Adani Issue: আদানি ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ সোনিয়ার; আন্দোলনের হুমকি কংগ্রেসের


গত বছরের ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্ট কলেজিয়াম এলিভেশনের জন্য এই নামগুলির সুপারিশ করেছিল। ৩ ফেব্রুয়ারী, বিচারপতি সঞ্জয় কিষাণ কাউলের (Sanjay Kishan Kaul) ​​নেতৃত্বে একটি সর্বোচ্চ আদালতের বেঞ্চ কেন্দ্রকে সতর্ক করে জানায় যে সরকার যদি বিচার বিভাগীয় নিয়োগ এবং বদলিতে বিলম্ব করতে থাকে তবে বিষয়গুলি ‘অস্বস্তিকর’ হয়ে উঠবে। বিচারপতি কৌল কেন্দ্রকে বলেছিলেন, ‘আপনি যদি সেগুলি মুলতুবি রাখেন ... আপনি আমাদের কিছু খুব কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন’।


আরও পড়ুন: Prime Minister Narendra Modi: জো বাইডেন, ঋষি সুনাক, পুতিন, জেলেনস্কি, ট্রুডো সকলকে টপকে বিশ্বে কীসে ১ নম্বর হলেন ভারতের প্রধানমন্ত্রী?


পাঁচজন নতুন বিচারপতির শপথ গ্রহণের পরে, শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা ২৭ থেকে ৩২ জনে গিয়ে দাঁড়াবে এবং মাত্র দুটি শূন্যপদ থাকবে। সুপ্রিম কোর্টে ৩৪ জন বিচারপতির অনুমোদিত ক্ষমতা রয়েছে। ৩১ জানুয়ারি সুপ্রিম কোর্ট কলেজিয়াম শীর্ষ আদালতে উন্নীত হওয়ার জন্য আরও দুটি নাম সুপারিশ করেছিল।


এই দুটি নাম হল এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) বিচারপতি রাজেশ বিন্দাল (Justice Rajesh Bindal) এবং গুজরাট হাইকোর্টের (Gujarat High Court) প্রধান বিচারপতি অরবিন্দ কুমার (Chief Justice Aravind Kumar)৷ ২৬ আগস্ট, ২০২১ সালে সুপ্রিম কোর্টের নয়জন বিচারপতিকে একসঙ্গে নিয়োগ করা হয়েছিল। তারপরে এটি দ্বিতীয়বার যখন একসঙ্গে এতজন বিচারপতি নিয়োগ করা হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)