সমকামিতা কি অপরাধ? বৃহস্পতিবার রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট
সেই ব্রিটিশ আমলের ৩৭৭ ধারা অনুযায়ী, সম লিঙ্গে যৌন সম্পর্ক এদেশে অপরাধ হিসেবে বিবেচিত হয়।
নিজস্ব প্রতিবেদন: সম্মতির ভিত্তিতে সমকামিতা কি ভারতে অপরাধ? বৃহস্পতিবারই ভারতের সমকামিতার ভবিষ্যত্ নির্ধারণ করতে চলেছে সুপ্রিম কোর্ট। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা নিয়ে দীর্ঘ প্রত্যাশিত রায় ঘোষণা করতে পারে প্রধান বিচারপতি দীপক মিশ্র নেতৃত্বাধীন বেঞ্চ।
সেই ব্রিটিশ আমলের ৩৭৭ ধারা অনুযায়ী, সম লিঙ্গে যৌন সম্পর্ক এদেশে অপরাধ হিসেবে বিবেচিত হয়। ২ অক্টোবর প্রধান বিচারপতি হিসেবে মেয়াদ হচ্ছে দীপক মিশ্রের। তার আগেই ৩৭৭ ধারা নিয়ে বিতর্কের ইতি টানতে পারেন তিনি।
মামলা চলাকালীন ৩৭৭ ধারা নিয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। প্রথম মতামত দেওয়ার জন্য সময় চেয়েছিল কেন্দ্রীয় সরকার। পরে তারা জানায়, সম্মতির ভিত্তিতে সম লিঙ্গের যৌন সম্পর্কের আইনি বৈধতা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিক শীর্ষ আদালতই।
২০১৩ সালে একটি মামলায় এই বিতর্কিত ধারা বহাল রাখে শীর্ষ আদালত। এরপরই সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য বেশ কয়েকটি আবেদন জমা পড়ে। আবেদনকারীদের দাবি, ৩৭৭ ধারা মৌলিক অধিকার লঙ্ঘন করে।
চলতি বছরের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট জানায়, ২০১৩ সালের রায় নিয়ে পর্যালোচনা করবে বৃহত্তর বেঞ্চ। তবে পাঁচজন আবেদনকারীর কারাদণ্ডের আশঙ্কা নিয়েই সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সমকামীরা যাতে ভয়ে না বাঁচেন, তা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন- আশ্বাস দিয়েও সহযোগিতা মেলেনি, কেজরিকে তোপ দিব্যার; মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় কেন্দ্র