নিজস্ব প্রতিবেদন :  সুপ্রিম কোর্টের রায়ে জম্মু-কাশ্মীরে স্বস্তি। অবিলম্বে চালু করতে হবে ইন্টারনেট। সক্রিয় করতে হবে সরকারি ওয়েবসাইট , ই-ব্যাঙ্কিং। কেন্দ্রকে এমনই নির্দেশ সর্বোচ্চ আদালতের। এমনকী সাত দিনের মধ্যে যাবতীয় নিষেধাজ্ঞা খতিয়ে দেখারও পরামর্শ সুপ্রিম কোর্টের।  



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩৭০ ধারা রদের পর ১৫৮ দিন ধরে চলা নিষেধাজ্ঞার মধ্যেই আজ এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ১৪৪ ধারা জারি করে নির্বিচারে মানুষের অধিকারে হাত দেওয়া যায় না। নিষেধাজ্ঞা সংক্রান্ত সব নির্দেশ জনসমক্ষে প্রকাশ করতে হবে। ইন্টারনেট মাধ্যমে মত প্রকাশের অধিকার-মৌলিক অধিকার বলেও পর্যবেক্ষণ তিন বিচারপতির বেঞ্চের।


সব জরুরি পরিষেবায় ইন্টারনেট চালুর নির্দেশ। ই-ব্যাঙ্কিং, সরকারি ওয়েবসাইট দেখার ব্যবস্থা। জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ, এক সপ্তাহের মধ্যে যাবতীয় নিষেধাজ্ঞা পর্যালোচনা করে শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিতে হবে।


আরও পড়ুন - JNU-র উপাচার্যের অপসারণ দাবি ঐশীর, মানবসম্পদ উন্নয়নমন্ত্রকে চিঠি মা-বাবার