নিজস্ব প্রতিবেদন: কেরলে 'আশঙ্কাজনক' করোনা পরিস্থিতির (Covid-19) মধ্যে একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কম বয়সীদের মধ্যে করোনার ঝুঁকির মধ্যে ফেলা ঠিক হবে না। এক সপ্তাহের জন্য স্থগিত থাকুক পরীক্ষা।        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ (Supreme Court) জানিয়েছে,'কেরলে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। দেশের মোট সংক্রমণের ৭০ শতাংশ সে রাজ্যের। প্রতিদিনই ৩০ হাজারের বেশি সংক্রমণ।' আদালত জানিয়েছে, সেপ্টেম্বরে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার আগে করোনা পরিস্থিতির কথা মাথায় রাখা উচিত ছিল সরকারের। তাই পরের শুনানি পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। উল্লেখ্য, মামলার পরবর্তী শুনানি ১৩ সেপ্টেম্বর।


কেরলে ৬ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির পরীক্ষা হওয়ার কথা ছিল। রাজ্য সরকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি কেরল হাইকোর্ট (Kerala High Court)। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয় মামলা। এ দিন বিচারপতি ঋষিকেশ রায় বলেন,'আমি কেরলের প্রধান বিচারপতি ছিলাম। সেখানকার স্বাস্থ্য পরিকাঠামো দেশের অন্যতম সেরা। তা সত্ত্বেও কোভিড মোকাবিলায় হিমশিম খাচ্ছে কেরল।'   


আরও পড়ুন- Covid-19: হোমওয়ার্কেই মূল্যায়ন নবম-দশমে, নতুন ভাবনা শিক্ষা দফতরের


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)