নিজস্ব প্রতিবেদন: আদালতের নজরদারিতে কি রাফাল তদন্ত? শুনানি শেষে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। বিমানের দাম নিয়ে আদালতে কোনও সওয়াল-জবাব হবে না। প্রধান বিচারপতি একথা জানিয়ে দেওয়ায় ধাক্কা খেয়েছেন জনস্বার্থ মামলার আবেদনকারীরা। কোন যুদ্ধবিমান কেন কেনা হবে তা বিচার করার দক্ষতা আদালতের নেই বলে যুক্তি দিয়েছে কেন্দ্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একসঙ্গে ৪টি জনস্বার্থ মামলা। ৩ ঘণ্টা শুনানি। রাফালে এফআইআর, মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠানোর আর্জি। কেন্দ্রের পাল্টা সওয়াল। বায়ুসেনাকে তলব। রাফাল শুনানিতে এ দিন প্রধান বিচারপতির এজলাসে নাটকের পর নাটক। শুরুতেই সওয়াল করতে উঠে প্রশান্ত ভূষণ বলেন, ''রাফালের দাম প্রকাশ করা হোক। ৪০% বেশি দামে বিমান কেনা হচ্ছে। প্রধানমন্ত্রী চুক্তি বদলে দিয়েছেন। দরপত্র এড়িয়ে ভারত-ফ্রান্সের রাফাল চুক্তিতে শর্ট সার্কিট করা হয়েছে''। 


রাফাল চুক্তির প্রক্রিয়া, দাম এবং রিলায়েন্সকে অফসেট দেওয়া নিয়ে এদিন প্রশ্ন তোলেন মামলাকারীরা। প্রশান্ত ভূষণের পর বাকিরা যুক্তি দেন, ''রিলায়েন্স ডিফেন্সকে রাফালের ভার দিয়ে অপরাধ করা হয়েছে। চুক্তি চূড়ান্ত হয়ে যাওয়ার পর মন্ত্রিসভার সাজানো সিলমোহর, প্রতারণা ছাড়া কিছু নয়''। পাল্টা সওয়ালে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল যুক্তি দেন,''জাতীয় নিরাপত্তার স্বার্থেই রাফালের দাম প্রকাশ করা সম্ভব নয়। সম্পূর্ণ দাম সংসদকেও জানানো হয়নি। কোন যুদ্ধবিমান কী অস্ত্র কেনা হবে তা একমাত্র বিশেষজ্ঞরাই ঠিক করতে পারেন। তা বিচার করার দক্ষতা আদালতের নেই''।


এরপরই প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ জানিয়ে দেয়, রাফালের দাম সরকারকে প্রকাশ করতে হবে আদালত এই সিদ্ধান্তে পৌছনোর আগে দাম নিয়ে কোনও শুনানি হবে না। রায়দানের আগে এদিন বায়ুসেনার বক্তব্য শুনতে চান প্রধান বিচারপতি। তবে, প্রতিরক্ষা মন্ত্রকের কোনও আমলার কথা শোনা হবে না বলে জানান তিনি। তলব পেয়ে হাজির হন বায়ুসেনার উপপ্রধান ভিআর চৌধরি-সহ চার অফিসার। আদালতকে তাঁরা জানান, ১৯৮০ সালে জাগুয়ারের পর সম্পূর্ণ বিদেশি প্রযুক্তিতে তৈরি আর কোনও যুদ্ধবিমান কেনা হয়নি। দেশের এখন ফোর প্লাস প্রজন্মের বিমান দরকার। তাই রাফাল কেনা হচ্ছে। রাফাল চুক্তি কী ভাবে এগোয় তা নিয়ে সোমবার আদালতে রিপোর্ট দেয় কেন্দ্র। বন্ধ খামে জানানো হয় দাম। শুনানি শেষ হলেও কবে রায়দান তা জানায়নি শীর্ষ আদালত।


আরও পড়ুন- নেতাজির তেরঙা উত্তোলনের ৭৫ বছর উপলক্ষে কয়েন আনছে মোদী সরকার