নিজস্ব প্রতিবেদন: মধ্যপ্রদেশে আস্থাভোটের জন্য আরও অপেক্ষা করতে হবে বিজেপিকে। বারো ঘণ্টার মধ্যে বিধানসভায় আস্থাভোট নিতে হবে বলে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজেপি। সুপ্রিম কোর্টে এনিয়ে আবেদন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার ওই আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় আস্থা ভোট নিয়ে শুনানি হবে বুধবার সকাল সাড়ে দশটায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-এবার ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকা ব্যক্তিদের হাতে স্ট্যাম্প মেরে দেবে মহারাষ্ট্র সরকার


সোমবারই মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন মুখ্যমন্ত্রী কমল নাথকে চিঠি দিয়ে জানিয়ে দেন, আস্থা ভোট নিতে হবে ১৭ মার্চ। তা না নিলে ধরে নেওয়া হবে বর্তমান সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই।


এদিকে, শিবরাজ সিংয়ের করা মামলায় সুপ্রিম কোর্টে আজ হাজির হননি কংগ্রেসের আইনজীবী। এদিন, বিচারপতি ডি ওয়াই চন্দ্রডূড় বলেন, আস্থা ভোট নেওয়া উচিত তবে বিপক্ষকেও নোটিস দিতে হবে আদালতকে।


অন্যদিকে, বিজেপির আস্থা ভোটের দাবি নিয়ে করা আর্জির পরিপ্রক্ষিতে ইতিমধ্যেই রাজ্য বিধানসভার স্পিকার, প্রন্সিপ্যাল সেক্রেটারি, মুখ্যমন্ত্রী কমল নাথ ও রাজ্যপাল লালজি ট্যান্ডনকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট।


আরও পড়ুন-সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি


উল্লেখ্য,মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ ২২ বিধায়ক পদত্যাগ করার পর রাজ্য বিধানসভায় আস্থা ভোট নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। এনিয়ে তারা আদালতেও যায়।


সোমবার বিধানসভা অধিবেশন শুরুর পরেই প্রবল হই হট্টগোলের পর ১০ দিনেক জন্য অধিবেশন বন্ধ হয়ে যায়। এর পরই আস্থা ভোট করার দাবিতে সুপ্রিম কোর্টে দৌড়য় বিজেপি। এদিনই রাজ্যপাল লালজি ট্যান্ডন মুখ্যমন্ত্রী কমল নাথকে চিঠি লিখে জানান, আস্থা ভোট নিতে হবে মঙ্গলবার। তাতেই রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য শুরু হয়ে যায়।