নিজস্ব প্রতিবেদন: আধারের কারণে সাধারণ মানুষের নাগরিক অধিকারের মৃত্যু হতে পারে। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে এমনটাই সওয়াল করলেন মামলাকারীর আইনজীবী। বুধবার থেকে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে শুরু হয়েছে আধার বৈধতা সংক্রান্ত মামলা চূড়ান্ত শুনানি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই মামলাতেই প্রবীণ আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, ''আধারের জেরে সাধারণ মানুষের জন্য সংবিধান এখন রাষ্ট্রের হাতে। এতে নাগরিক অধিকারের মৃত্যু হবে।''   


আরও পড়ুন- সুখোই ৩০-তে সওয়ার নির্মলা সীতারমন


গত বছর অগাস্টে ব্যক্তির গোপনীয়তার অধিকারকে সাংবিধানিক মৌলিক অধিকার বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের। জনস্বার্থ মামলাকারীদের দাবি, আধার ব্যক্তি পরিসরে গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছে।