সুখোই ৩০-তে সওয়ার নির্মলা সীতারমন

বিমানে পাইলটের পিছনের আসনে বসেছিলেন দেশের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী।  ''খুব গর্বিত বোধ করছি। আমি বায়ুসেনার কাছে কৃতজ্ঞ'', বললেন সীতারমন। 

Updated By: Jan 17, 2018, 06:03 PM IST
সুখোই ৩০-তে সওয়ার নির্মলা সীতারমন

নিজস্ব প্রতিবেদন: যুদ্ধবিমানে সওয়ার হলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। জোধপুর বিমানঘাঁটি থেকে কমব্যাট জেট সুখোই ৩০ এমকেআই-এ চড়ে আকাশে ওড়েন তিনি। 

দুই ইঞ্জিনের বিমান সুখোই ৩০ এমকেআই  দু'টি আসন রয়েছে। বিমানে পাইলটের পিছনের আসনে বসেছিলেন দেশের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী। পাইলটের জি-স্যুট পরেছিলেন সীতারমন। 

উড়ানের পর নির্মলা সীতারমন বলেন, ''খুব গর্বিত বোধ করছি। আমি বায়ুসেনার কাছে কৃতজ্ঞ। শত্রুকে দ্রুত জবাব দিতে কতখানি তৈরি থাকতে হয় তার দারুণ একটা অভিজ্ঞতা হল। সঙ্গে হাড়ভাঙা পরিশ্রম তো রয়েছেই। এই সফর আমার চোখ খুলে দিল। স্মৃতিতে থেকে যাবে এই অভিজ্ঞতা।''

গত সপ্তাহে বিমানবাহী যুদ্ধপোত আইএনএস বিক্রমাদিত্যে নৌসেনার জওয়ান ও আধিকারিকদের সঙ্গে সময় কাটিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।   

আরও পড়ুন- প্রথমবার ৩৫ হাজারের ঘর পার করল সেনসেক্স, সর্বকালীন রেকর্ড নিফটির

.