ওয়েব ডেস্ক : অবশেষে ঘুরপথে আজ থেকেই ভাড়া বাড়নো হল রাজধানী, শতাব্দী ও দুরন্তর। চাহিদার সময় এবার থেকে বেশি টাকা দিয়ে ট্রেনের টিকিট কাটতে হবে। ভারতীয় রেলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভাড়া বাড়ল রাজধানী, দুরন্ত এবং শতাব্দী এক্সপ্রেসের


প্রসঙ্গক্রমে জানানো হয়েছে, প্রথম ১০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেলেই, থারপর থেকে বাড়তে থাকবে টিকিটের দাম। কীরকম হারে? প্রতি ১০ শতাংশ টিকিটের দাম বাড়বে ১০ শতাংশ করে। মানে, ট্রেনে আসন সংখ্যা যত কমতে থাকবে, তত বাড়তে থাকবে টিকিটের দাম। যদিও সেই বর্ধিত ভাড়া বাড়ার ক্ষেত্রে আপার লিমিট সিল করা হয়েছে।