নিজস্ব প্রতিবেদন: ছিলেন বরিস জনসন। হলেন চন্দ্রিকাপ্রসাদ সন্তোখি। বদলে গেল ভারতের প্রজাতন্ত্র দিবসের 'প্রধান অতিথি'র নাম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে (UK Prime Minister Boris Johnson) প্রজাতন্ত্র দিবসের (Republic day) প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন ধরা পড়ার পরে সফর বাতিল করেন বরিস। এর পরই প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় চন্দ্রিকাপ্রসাদ সন্তোখিকে (chandrikapersad Santokhi)। দক্ষিণ আমেরিকার সুরিনামের প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত এই চন্দ্রিকাপ্রসাদ (president of the Republic of Suriname)।


গত সপ্তাহে বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) আয়োজিত 'প্রবাসী ভারতীয় দিবস' সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দেখা গিয়েছিল চন্দ্রিকাপ্রসাদকে (the Pravasi Bharatiya Divas Convention)। সেখানে ভিসা ছাড়া দু'দেশের নাগরিকদের অবাধ যাতায়াতের প্রস্তাব দিয়েছিলেন তিনি।


Also Read: কোভিড-আবহেই থাবা থেকে ক্রমশ নখ বের করছে বার্ড ফ্লু, সতর্ক কেন্দ্র