ওয়েব ডেস্ক: ২৫ কিলোমিটার পথ পেরিয়ে কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে গিয়েছিল আদ্রা কলেজের ভারতী কুমারী। কিন্ত পরীক্ষা কেন্দ্রে পৌছে অন্য এক পরীক্ষা দিতে হল তাঁকে। গিয়েছিলেন পরীক্ষার্থী হয়ে ফিরলেন মা হয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে গিরিডিতে গিয়েছিলেন ভারতী। ২৫ কিলোমিটারে চড়াই উতরাই পথ পেরিয়ে কলেজে পৌঁছানো পর্যন্ত সুস্থই ছিলেন গর্ভবতী ভারতী। কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রসব বেদনা। অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতাল পৌঁছানোর আগে কলেজের ঘরেই পুত্র সন্তানের জন্ম দেন ভারতী। এরপর মা  শিশু দু'জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দু'জনেই সুস্থ। কলেজ থেকে ভারতীর পরিবার, নতুন অতিথিকে পেয়ে খুশি সকলেই।