নিজস্ব প্রতিবেদন: ছত্তিসগঢ়ের দান্তেওয়াড়ায় মঙ্গলবার মাওবাদী হামলায় মৃত্যু হয় ২ পুলিসকর্মী এবং দূরদর্শনের চিত্র সাংবাদিক অচ্যূতানন্দের। কিন্তু এ দিন পুলিসের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ কতটা ভয়াবহ ছিল, তার একটি ভিডিও প্রকাশ্যে এল। ওই সংস্থারই সহ-আলোক সাংবাদিক মরমুক্ত শর্মা সংঘর্ষের মুহূর্তের একটি ভিডিও তৈরি করেন। ব্যাপক গোলাগুলির মধ্যে পরিবারের উদ্দেশে ‘শেষ বার্তা’ দিয়ে রাখেন - “মা, বেঁচে নাও ফিরতে পারি, তোমাকে ভীষণ ভালবাসি আমি।”


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কেন্দ্রের সঙ্গে সম্পর্ক তলানিতে, পদত্যাগ করতে পারেন RBI গভর্নর


ভিডিয়োতে দেখা যায়, মাটিতে পড়ে রয়েছেন মরমুক্ত শর্মা। মুখের সামনে ক্যামেরাটি অন করে সেখানকার পরিস্থিতি বলে যাচ্ছেন। মাঝে মধ্যেই গুলির আওয়াজ শোনা যাচ্ছে। মরমুক্ত বলেন, “রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাত্ই মাওবাদীরা ঘিরে ফেলে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ত বেঁচে ফিরব না। মা তোমায় খুব ভালবাসি। তবে, আজ কেন জানি না মৃত্যুকে সামনে থেকেও দেখেও ভয় লাগছে না। কিন্তু, বেঁচে ফেরা মুশকিল...।” শেষ পর্যন্ত এ দিন বেঁচে ফিরেছিলেন মরমুক্ত। তবে, তাঁরই সহকর্মী অচ্যূতানন্দ মাওবাদীর গুলিতে প্রাণ হারান।



আগামী মাসে ছত্তিসগঢ়ে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে সেরাজ্যের মানুষের হাল হকিকত জানতে মাও উপদ্রুত দান্তেওয়াড়ায় গিয়েছিলেন দূরদর্শনের কর্মীরা। অর্ণাপুর গ্রামে পৌঁছতে তাদের ওপর হামলা চালায় মাওবাদীরা।