ওয়েব ডেস্ক: ফের মানবিকতার নজির তুলে ধরলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পড়শি পাকিস্তানের এক অসুস্থ শিশুর দিকে। পড়শি দেশের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক চ্ছিন্ন করেছে নয়া দিল্লি। পাকিস্তানিদের মেডিক্যাল ভিসা দেওয়া হচ্ছে না। পাকিস্তানে উন্নত চিকিত্সার ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়ছেন বহু পাক নাগরিকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিন বছরের মেয়ের ওপেন হার্ট সার্জারি ভারতে করানোর জন্য মেডিক্যাল ভিসার আর্জি জানিয়েছিলেন লাহৌরের ব্যবসায়ী উজের হুমায়ুন। ভিসা না পেয়ে তিনি সুষমার কাছে আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। সুষমা স্বরাজের টুইট, আমরা ভিসার অনুমোদন দিচ্ছি। তিন বছরের শিশুর দ্রুত আরোগ্য কামনা করছি। তাঁকে পাল্টা টুইটারে ধন্যবাদ জানিয়েছেন পাক উজের হুমায়ুন।



নুরমা হাবিব নামে আরও একজনের আর্জিতে সাড়া দিয়েছেন সুষমা। তিনি বাবার লিভার ট্রান্সপ্লান্টের জন্য ভারতে আসতে চেয়েছিলেন। সুষমা স্বরাজ তাঁর আবেদন মঞ্জুর করেছেন।



এর আগেও বেশ কয়েকজনকে সাহায্য করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।  


আরও পড়ুন, ভারতে হামলা চালাতে 'হালাল দস্তা' নামে নতুন জঙ্গি সংগঠন খুলল পাকিস্তান