ওয়েব ডেস্ক : ''যে কোনও পরিস্থিতিতে আমরা নিজেদের রক্ষা করতে সক্ষম।" সিকিম-ভূটান সীমান্তে ডোকালাম নিয়ে ভারত ও চিনের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে আজ সংসদে এমনই মন্তব্য করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেন, ''ডোকালাম নিয়ে টানাপোড়েন শুরু হওয়ার পরই আমরা জানতে পারি চিন ও পাকিস্তান যৌথভাবে অর্থনৈতিক করিডোর তৈরি করতে চাইছে। আমরা বাঁধা দিয়েছি।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় নয়া মোড়!


আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের চেষ্টায় রয়েছে ভারত। অন্যদিকে, ডোকালাম থেকে সেনা না সরালে এবার ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে চিন। এই পরিস্থিতিতে বিরোধীদের চাপের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার।


আজ সংসদে বাদল অধিবেশনে এই বিষয়ে বিরোধীদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সুষমা স্বরাজ। সেখানে তিনি বলেন, আমরা উদ্ভূত সমস্যা নিয়ে আলোচনার করতে প্রস্তুত। কিন্তু, চিন যদি বিনা প্ররোচনায় ডোকালামে সেনা মোতায়েন করার চেষ্টা করে তাহলে তা ভারতের নিরাপত্তায় সমস্যা তৈরি করতে পারে।