নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার হরিয়ানার কারনালে গ্রেফতার হয় ৪ সন্দেহভাজন জঙ্গি। তাদের জেরা করতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, তেলঙ্গানা যাওয়ার পথে হরিয়ানার কারনালে পুলিসের জালে ধরা পড়ে গুরপ্রীত, আমনদীপ, পারমিন্দার ও ভুপিন্দার নামে ৪ সন্দেহভাজন জঙ্গি। তাদের কাছ থেকে কয়েকটি দেশি পিস্তল, ৩১ রাউন্ড গুলি, বিস্ফোরকভর্তি ৩টি কৌটো ও ১.৩১ লাখ টাকা উদ্ধার হয়। এমনটাই জানিয়েছিলেন কারনালের এসপি রাম পুনিয়া।


পুলিসের দাবি, ওই ৪ জনের সঙ্গে পাকিস্তানি জঙ্গিদের যোগাযোগ ছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক তারা তেলঙ্গানায় ডেলিভারি দিতে যাচ্ছিল। ওই চার জনের গ্রেফতারের পর জানা যায়, ওইসব বিস্ফোরক তেলেঙ্গানায় পাঠাচ্ছিল খালিস্তানি জঙ্গি হরবিন্দর সিং রিন্ডা। এই রিন্ডা এখন থাকে ইসলামাবাদে।


আরও পড়ুন-'ঘূর্ণিঝড় অশনি'র প্রভাবে কোন কোন জেলায় বৃষ্টি? জানাল হাওয়া অফিস


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)