ঝাড়ুদার নিয়োগ পরীক্ষায় `পিএইচডি`-র প্রশ্ন
পুরসভার ঝাড়ুদার নিয়োগ পরীক্ষায় প্রশ্ন নির্বাচন নিয়ে উঠছে প্রশ্ন।
নিজস্ব প্রতিবেদন: মাগ্গিগন্ডার বাজারে ঝাড়ুদারের চাকরি জোগাড় করতেই কালঘাম ছুটছে। এবার তো সেই চাকরিপ্রাপ্তিও কঠিন হয়ে পড়ল। বৃহন্মুম্বই পুরসভার ঝাড়ুদার নিয়োগের পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে গিয়ে হোঁচট খেতে পারেন পিএইচডি-রা।
ঝাড়ুদার, ওয়ার্ড বয় ও সমাধিক্ষেত্রে সহায়কের পদগুলির জন্য পরীক্ষা নিয়েছিল বৃহন্মুম্বই পুরসভা। আর সেই পরীক্ষায় যা প্রশ্ন এসেছে, তা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো-
- বৃহত্তম নক্ষত্রমণ্ডলের নাম কী?
- ভারতের ৪৪ তম প্রধান বিচারপতি কে?
- ভিনিগারে কোন অম্ল পাওয়া যায়?
-গায়নোসিয়াম কী?
- বঙ্গ ভঙ্গের পর স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের নাম কী ছিল?
জানা গিয়েছে, পাঁচটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সব প্রশ্নের উত্তর দিতে পারেননি। বিষয়টি পুর অধিবেশনে তোলেন বিজেপির এমএলসি ভাই গিরকর। তাঁর কথায়, ''অনলাইনে পরীক্ষা নিচ্ছে পুরসভা। অথচ কম্পিউটার চালাতেই জানেন না অধিকাংশ পরীক্ষার্থী।'' অবিলম্বে নিয়োগপ্রক্রিয়া স্থগিত করার দাবি করেছেন তিনি। এব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি বিএমসি-র প্রধান অজয় মেহতা।
রইল প্রশ্নগুলির উত্তর
- বৃহত্তম নক্ষত্রমণ্ডলের নাম কী?
হাইড্রা
- ভারতের ৪৪ তম প্রধান বিচারপতি কে?
জগদীশ সিং কেহার
- ভিনিগারে কোন অম্ল পাওয়া যায়?
অ্যাসিটিক অ্যাসিড
-গায়নোসিয়াম কী?
ফুলের স্ত্রী অঙ্গ।
- বঙ্গ ভঙ্গের পর স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের নাম কী ছিল?
স্বদেশি আন্দোলন
আরও পড়ুন- টিডিপি-র সঙ্গে 'ব্রেক আপে'র পর বিজেপির পাশে দাঁড়াল দাক্ষিণাত্যের দুই দল