নিজস্ব প্রতিবেদন: এবার জিএসটি-র আওতায় খাদ্য বিতরণ অ্য়াপ সংস্থা জোমাটো ও সুইগি (Swiggy, Zomato)। গ্রাহকদের কাছ থেকে ৫ শতাংশ হারে পণ্য ও পরিষেবা কর সংগ্রহ করবে তারা। আগে যে রেস্তরাঁগুলি থেকে খাবার নিত তারা, তাদের জিএসটি দিতে হত।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জিএসটি কাউন্সিলে নতুন করে করব্যবস্থায় কোনও পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন রাজস্ব সচিব তরুণ বজাজ (Revenue Secretary Tarun Bajaj)। তাঁর ব্যাখ্যা, নতুন কোনও করের ঘোষণা হয়নি। জিএসটির সংগ্রহস্থল খালি বদলেছে। বিষয়টি করে সহজ করে তরুণ বলেন,'ধরুন ফুড এগ্রিগেটরে খাবার অর্ডার দিলেন। এখন রেস্তরাঁ কর দেয়। কিন্তু অনেক রেস্তরাঁ কর দিচ্ছে না। এখন খাবার অর্ডার দিলে গ্রাহকের কাছ থেকে কর সংগ্রহণ করবে এগ্রিগেটর। রেস্তরাঁ পরিবর্তে তারা কর্তৃপক্ষের কাছে করা জমা করবে। নতুন কোনও করের প্রচলন হয়নি।'  


এতে খাবারের দাম বাড়বে? 
অর্থমন্ত্রক জানিয়েছে, এটা নতুন কর নয়। খালি কর সংগ্রহের জায়গা বদলেছে। গ্রাহকদের অতিরিক্ত খরচ পড়বে না। এর ফলে রেস্তরাঁগুলির কর ফাঁকি রোখা যাবে। 


আরও পড়ুন- বৈঠকে বেশিরভাগ রাজ্যের আপত্তি; এখনই GST-র আওতায় নয় পেট্রোল-ডিজেল, জানালেন Nirmala


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)