ওয়েব ডেস্ক : সোয়াইন ফ্লু-তে দেশজুড়ে মৃতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। চলতি বছর এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৫। আক্রান্ত বহু। তাদের চিকিত্‍সা চলছে বিভিন্ন হাসপাতালে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশের প্রায় প্রতিটি রাজ্যই সোয়াইন ফ্লুতে আক্রান্ত। তবে, তামিলনাডু ও কর্নাটকে সেই সংখ্যাটা অনেকটাই বেশি। মোট আক্রান্তের প্রায় ৫৫ শতাংশই এই রাজ্যে রয়েছে।


আরও পড়ুন- কিশোরকে খুন করে মাথা কেটে থানায় ফেলে দিল দুষ্কৃতিরা


সদ্য প্রকাশিত হওয়া রিপোর্টে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় এবার সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেকটাই বেশি। ২০১৬ সালে এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ২৬৫। আর এই বছর সেই সংখ্যা ৭ মে পর্যন্ত ৩৪৫।


WHO-র রিপোর্ট অনুসারে ২০০৯-১০ সালে ভারতে সোয়াইন ফ্লু-তে আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক। প্রায় ৫০ হাজার মানুষ ভারতজুড়ে আক্রান্ত হয়েছিল সেই বছর।