ওয়েব ডেস্ক: গুজরাতে ক্রমশ মহামারীর আকার নিচ্ছে সোয়াইন ফ্লু। জানুয়ারি থেকে এখনও প্র‌র্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৫৪। মহারাষ্ট্রেও ছড়াচ্ছে সোয়াইন ফ্লু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত বৃহস্পতিবার প‌র্যন্ত রাজ্যে ১৭৪ জনের রক্তে সোয়াইন ফ্লু-র জীবাণু মিলেছে। এদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে H1N1 ভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার মারা গেছে ৬ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া একটি হিসেব অনু‌যায়ী, গত এক সপ্তাহেই গুজরাতে ১,৮৫০ জনের সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এখনও প‌র্যন্ত আক্রান্তের সংখ্যা ৩,৮৭৪।


আক্রান্তদের মধ্যে অনেকের অবস্থা এমন হয়ে ‌যাচ্ছে ‌যে তাদের ভেন্টিলেশনে রাখতে হচ্ছে। রাজ্যে এই মুহূর্তে মোট ৫৯৯টি ভেন্টিলেটর রয়েছে। প্রয়োজন আরও বেশি।


২০১৫ সালেও মহারাষ্ট্র ও গুজরাতে ভয়ঙ্কর আকার নিয়েছিল সোয়াইন ফ্লু। গুজরাতে মারা গিয়েছিলেন ৫১৭ জন। মহারাষ্ট্রে মারা ‌যান ৯০০ জন। এবছর জানুয়ারি মাসে প্রথম সোয়াইন ফ্লু ধরা পড়ে গুজরাতে। তার পর থেকে তা কমার কোনও লক্ষন নেই।


আরও পড়ুন-চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে দুরমুশ করে হোয়াইটওয়াশের পথে ভারত