তাজমহল মন্দির নাকি সমাধিস্থল, আদালতে কী বলল ASI
ওয়েব ডেস্ক: তাজমহল কোনও মন্দির নয়, ওটি একটি সমাধিস্থল। আদালতে হলফনামা দিয়ে জানাল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া।
২০১৫ সালের এপ্রিল মাসে আগ্রা জেলা আদালতে ৬ আইনজীবী একটি পিটিশন করে দাবি করেন, তাজ মহল কোনও স্মৃতিসৌধ নয়। ওটি একটি শিব মন্দির। তাই শিব ভক্তদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হোক। ওই আবেদনের পর আদালত এনিয়ে কেন্দ্রীয় সরকারকে একটি নোটিশ জারি করে এর উত্তর দিতে বলে। ২০১৫ সালের নভেম্বরে কেন্দ্রীয় সংস্কৃতি দফতর থেকে লোকসভায় জানিয়ে দেওয়া হয়, তাজমহল একটি সমাধিস্থল, কোনও মন্দির নয়।
আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে আদালতে জানিয়ে দেওয়া হয়েছে, যুমনা নদীর তীরে একটি মাত্র প্রাচীন স্মৃতিসৌধের রেকর্ড রয়েছে। সেটি হল তাজমহল। ১৯০৪ সালে ব্রিটিশ সরকারের যে রেকর্ড পাওয়া যাচ্ছে তাতে তাজমহল একটি সৌধ ও তা সরকারের সংক্ষণের আওতায় রয়েছে। এএসআই তার হলফনামায় জানিয়েছে, তাজমহলকে যে তেজো মহালায়া নামে এক মন্দির বলে দাবি করা হচ্ছে তার কোনও ভিত্তি নেই।
আরও পড়ুন-পুলওয়ামায় পুলিশ লাইনেভয়ঙ্কর জঙ্গি হামলা; শহিদ ২ জওয়ান সহ ৩, চলছে গুলির লড়াই