ওয়েব ডেস্ক: সর্বকালের সেরা প্রেমের নিদর্শন ক্ষতিগ্রস্থ হল। প্রিয়তমা পত্নীর স্মৃতিতে শাহজাহানের নির্মিত ঐতিহ্যশালী তাজমহলে ভাঙন। শৌধটির দক্ষিণ-পশ্চিম চূড়োর একাংশ ভেঙে পড়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেশ কয়েক বছর ধরেই ঐতিহ্যশালী শৌধটি পরিস্কার করার কাজ চলছে। তাজমহলের সাদা রং ক্রমশ বিবর্ণ হয়ে যাচ্ছিল। জানা গিয়েছিল, কাছাকাছি তৈল শোধনাগার থাকার জন্য তার প্রভাবেই তাজমহলের রং বদলাতে শুরু করে। তাজমহলকে আবার আগের মতো শেতশুভ্র করার জন্যই কয়েক বছর ধরে কাজ চলছিল। সেই কাজ চলাকালীনই হঠাত্‌ ভেঙে পড়ে শৌধের দক্ষিণ-পশ্চিমের চূড়ার একাংশ।


আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একাংশের পক্ষ থেকে জানা গিয়েছে, পরিষ্কার করার সময় তাজমহলের দক্ষিণ পশ্চিম মিনারের মাথায় বসানো একটি কলস হঠাত্‌ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে মিনারটি কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়। ভেঙে পড়া চূড়োটি আগামীকালই লাগিয়ে দেওয়া হবে। তবে এর জন্য তাঁরা দায়ী করছেন বাঁদরদের।