নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনার ছড়িয়ে যাওয়ায় অবিলম্বে রাশ টানতে টানা ১৪ দিনের পূর্ণ লকডাউন ঘোষণা করল তামিলনাড়ুর (Tamilnadu Lockdown) সরকার। সোমবার ১০ই মে থেকে শুরু হচ্ছে লকডাউন। জারি হওয়া নয়া নির্দেশিকায় বলা হয়েছে, দুপুদ ১২ টা পর্যন্ত কেবল মুদি দোকানই খোলা থকবে। শুধু খাবার ডেলিভারির জন্য রেস্টুরেন্টগুলি খোলা রাখা হবে। তামিলনাড়ু মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের আওতাধীন দোকানগুলিও বন্ধ রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: এবার ১৪ দিনের লকডাউনের পথে Karnataka, কঠোর বিধিনিষেধ


নির্দেশিকায় এও জানানো হয়েছে, রাজ্য মন্ত্রিসভায় অত্যাবশকীয় নয় এমন দফতরগুলিও বন্ধ রাখা হবে। সচিবালয়, স্বাস্থ্য, খাজনা, বিপর্যয় মোকাবিলা, পুলিস, দমকল, কারাগার, স্থানীয় প্রশাসন, EB, PWD, সমাজকল্যাণ এ বন বিভাগ খোলা থাকবে। যদিও সিনেমাহল, মাল্টিপ্লেক্স, থিয়েটার, জিম, অডিটোরিয়াম, মিটিং হল এবং অন্যান্য বিনোদন ক্ষেত্রের উপর নিষেধাজ্ঞা বজায় থাকবে। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যে রাজ্যগুলিতে তার মধ্যে অন্যতম তামিলনাড়ু। রাজধানী চেন্নাইতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। এর আগে সংক্রমণ রুখতে রাত্রিকালীন কারফিউ ও রবিবাসরীয় লকডাউন জারি করা হয়েছিল। কিন্তু তাতেও তেমন ফল না মেলায় এবার টানা ১৪ দিনের লকডাবউনের পথেই হাঁটল তামিলনাড়ুও।