নিজস্ব প্রতিবেদন: নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করলেন বিজেপিনেত্রী। 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের জন্য নরেন্দ্র মোদীর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করলেন তামিলনাড়ু বিজেপির সভানেত্রী তামিলাইসাই সৌন্দররাজন। নোবেল শান্তি পুরস্কারের জন্য মোদীর নাম প্রস্তাব করেছেন টি সৌন্দররাজনের স্ত্রী পি সৌন্দররাজনও। একটি বেসরকারি মেডিক্যাল কলেজের নেফ্রলজির অধ্যাপক তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তামিলনাড়ু বিজেপি সভানেত্রীর দফতর থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, 'বিশ্বের সব থেকে বড় স্বাস্থ্য যোজনা আয়ুষ্মান ভারত চালু করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন তামিলসাই সৌন্দররাজন।' 


ফৌজদারি অপরাধে অভিযুক্তদের ভোটে লড়া রুখতে আইন করতে হবে সংসদকেই: সুপ্রিম কোর্ট


বিবৃতিতে এই প্রকল্পকে 'যুগান্তকারী' ও 'দূরদৃষ্টিসম্পন্ন' বলেও দাবি করা হয়েছে। রবিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায় দেশের প্রায় ৫০ কোটি মানুষ বিনামূল্য ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা পারেন। 


২০১৯ সালের নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ওই বছরেরই ৩১ জানুয়ারি। সেপ্টেম্বরে শুরু হয় মনোনয়ন পাঠানোর প্রক্রিয়া। দেশের অন্যান্য সাংসদ ও মন্ত্রীদেরও তাঁর নাম মনোনয়নের আবেদন জানিয়েছেন তিনি।'