নিজেস্ব প্রতিবেদন : এ কেমন ডাকাতি? ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে ১০০ লিটার দুধ ছিনিয়ে নিয়ে গেল একদল দুষ্কৃতীরা। সোনা নয়, টাকা নয়, শেষে কি না দুধ? জানেন কী উদ্দেশ্য এমন ডাকাতি? চেন্নাইয়ের দুষ্কৃতী গ্যাংয়ের নেতা সি পালানি। অন্য গ্যাংয়ের সদস্যদের সঙ্গে এনকাউন্টরে ২০১৬ সালের ২৯ অক্টোবর মৃত্যু হয় তার। এবার সেই পালানির প্রথম মৃত্যুবার্ষীকি পালন করার সময় তার ছবিকে দুধ দিয়ে স্নান করানোর জন্যই এই ডাকাতি। তাতে নাকি পূণ্য অর্জন করবে তাদের নেতার আত্মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার সেতু, দেখুন সেই ভিডিও


চেন্নাইয়ের ভায়াসারপরি এলাকায় ২০১৬ সালের ২৯ অক্টোবর গোষ্ঠী সংঘর্ষে খুন হয় সি পালানি। খুন, রাহাজানি, ডাকাতি সহ অপরাধ জগতের বহু কাজের সঙ্গে যুক্ত ছিল সে। জেলও খেটেছে বেশ কয়েকবার। তার মৃত্যু বার্ষীকি পালন করতেই অদ্ভূত ডাকাতির পরিকল্পনা করে পালানির সঙ্গীরা।


পুলিস জানিয়েছে, রবিবার দশ-বারো জনের একটি দল হঠাত্ই ভায়াসারপরি এলাকায় হানা দেয়। দুধ বিক্রেতাদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্যাকেটগুলি ছিনিয়ে নিয়ে যায় তারা। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতিদের ধরার জন্য তল্লাসিও চলছে।