নিজস্ব প্রতিবেদন: মহিলা সাংবাদিকের গালে হাত দিয়ে বিতর্কে তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। চাপের মুখে বাধ্য হয়ে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। নিজের আপত্তিকর আচরণের সমর্থনে বনওয়ারিলালের দাবি, ''৪০ বছর সাংবাদিকতার পেশার সঙ্গে আমি যুক্ত ছিলাম। ওই সাংবাদিকের কাজে খুশি হয়েই স্নেহ করেছি।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার চেন্নাইয়ের রাজভবনে সাংবাদিক বৈঠকে শেষে লক্ষ্মী সুব্রহ্মণ্যম নামে এক সাংবাদিকের গাল স্পর্শ করেছিলেন ৭৮ বছর বয়সী বনওয়ারিলাল পুরোহিত। রাজ্যপালের এহেন আচরণের প্রতিবাদ জানান লক্ষ্মী সুব্রহ্মণ্যম। তিনি বলেন, ''সমস্ত সীমারেখা পার করেছেন রাজ্যপাল। শুধু সৌজন্যই নয়, আইনিভাবেও আপনি লক্ষ্মণরেখা পার করেছেন।'' তিনি আরও বলেন, ''কয়েকবার মুখ ধুয়েছি। তাও ঘটনাটি ভুলতে পারছি না। আপনার কাছে এটা দাদুর মতো আচরণ হতে পারে, কিন্তু আমার কাছে এটা ভুল।''


বির্তক এড়াতে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল। চিঠিতে রাজ্যপাল লিখেছেন,''আমি বুঝতে পারছি আপনি আহত হয়েছেন। নাতনির মতোই স্নেহভরে আপনার গালে হাত দিয়েছি। সাংবাদিক হিসেবে আপনার কাজের প্রশংসা হিসেবেই এমনটা করেছি।''


রাজ্যপালের চিঠি জবাবে লক্ষ্মী সুব্রহ্মণ্যম টুইট করেন, ''আপনার ক্ষমাপ্রার্থনা আমি গ্রহণ করছি। যদিও আপনার ব্যাখ্যায় আমি খুশি নই।''     


আরও পড়ুন- গেরুয়ার আড়ালে রাম নবমীতে সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে আপ: জাভড়েকর