গেরুয়ার আড়ালে রাম নবমীতে সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে আপ: জাভড়েকর

 রাম নবমীতে দিল্লির বিবেকবিহারে ধর্মীয়স্থানের সামনে তলোয়ার নিয়ে 'জয় শ্রী রাম' স্লোগান। কংগ্রেস-আপের ষড়যন্ত্র? 

Updated By: Apr 15, 2018, 06:16 PM IST
গেরুয়ার আড়ালে রাম নবমীতে সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে আপ: জাভড়েকর

নিজস্ব প্রতিবেদন: রাম নবমীতে আপের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ করল বিজেপি। দলের মুখপাত্র প্রকাশ জাভড়েকর বলেন,''সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে আম আদমি পার্টি।''

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন আপের বিদ্রোহী বিধায়ক কপিল মিশ্র। ওই ভিডিওয় দেখা গিয়েছে, রাম নবমীতে দিল্লির বিবেকবিহারে ধর্মীয়স্থানের সামনে তলোয়ার নিয়ে 'জয় শ্রী রাম' স্লোগান দিচ্ছেন আপের দুই সদস্য নন্দলাল কনৌজিয়া ও সন্তোষ শর্মা।ওই শোভাযাত্রাটির আয়োজন করেছিল সনাতন হিন্দু বাহিনী। ওই শোভাযাত্রায় কংগ্রেস নেতাদের দেখা গিয়েছে বলেও অভিযোগ কপিল মিশ্রের। তাঁর দাবি, দিল্লি বিধানসভার অধিবেশন রাম নবমীর বিরুদ্ধে প্রস্তাব দিয়েছিলেন আপ বিধায়ক আমানতুল্লা। নিজেরাই হাঙ্গামা করে রাম নবমীকে বদনাম করছে আপ। সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে।

কপিলের এই অভিযোগ নিয়ে আসরে নেমেছে বিজেপিও। #CommunalAAP টুইটারে ট্রেন্ডিং করতে শুরু করেছে। রবিবার বিজেপির মুখপাত্র প্রকাশ জাভড়েকর বলেন, ''গতকাল টিভিতে দেখলাম, রাম নবমীতে মসজিদের সামনে গেরুয়া বসন পরে স্লোগান দিচ্ছে। এটা আপ করেছিল। সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে চাইছে ওরা।''          

 

আরও পড়ুন- কর্ণাটকের আগে যোগীর নামে 'হিন্দুত্বে'র হাওয়া উস্কে দিল বিজেপি

.