ওয়েব ডেস্ক : কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণে ফের অভিনব প্রতিবাদ তামিলনাড়ুর কৃষকদের। মাথার খুলি, ইঁদুর মরা, সাপ মরা নিয়ে প্রতিবাদ আগেই করেছিল তারা। এমনকী, প্রতিবাদ হিসেবে নিজেরাই নিজেদের 'সত্কার' করে। ১০ এপ্রিল রাজধানীর রাস্তায় নগ্ন হয়ে হাঁটে তামিলনাড়ুর কৃষকরা। এবার কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে নিজেদের মূত্র পান করল তামিলনাড়ুর কৃষকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৪০,০০০ কোটি টাকার খরা ত্রাণ তহবিল গঠন করতে হবে ও ঋণ মকুব করতে হবে। এই দাবিতে অর্ধেক মাথা ও গোঁফ মুড়িয়ে, একের পর এক অভিনব উপায়ে গত ৩৯ দিন ধরে যন্তর-মন্তরে বিক্ষোভ দেখাচ্ছে তামিলনাড়ুর কৃষকরা। আজ তাদের প্রতিবাদ ৪০ তম দিনে পড়ল। দাবি মানার জন্য সরকারকে দুদিনের সময়সীমা বেঁধে দিয়েছিল কৃষকরা।


এই দুদিনের মধ্যে তাঁদের দাবি না মানলে, তাঁদের সমস্যার সুরাহা না করলে, নিজেদের মূত্র পান করবেন বলে হুমকি দিয়েছিলেন তাঁরা। 'প্রতিশ্রুতি' মতো আজ সকাল হতেই বিক্ষোভরত কৃষকরা নতুন করে প্রতিবাদ শুরু করেন। পুলিশ গিয়েও তাঁদের নিরস্ত করতে পারেনি। কৃষকদের বক্তব্য, "প্রধানমন্ত্রী মোদী আমাদের কথায় কান দিচ্ছেন না। খাওয়ার জলটুকু পর্যন্ত নেই। বাধ্য হয়ে তেষ্টা মেটাতে এখন তাই নিজেদের মূত্রই পান করতে হবে।"



আরও পড়ুন, বিনা হেলমেটে বাইকে বাধা? উত্তমমধ্যম পুলিসকর্মীকে!