`সচিন বনাম লতা`, এত `ঘৃণ্য` কাজ সারা বিশ্বে কেউ কখনও করেননি
দেশের দুই পদ্ম বিভূষণকে এমন `ঘৃণ্য` কাজ সারা ভারত কেন, গোটা পৃথিবীতে এর আগে কখনও হয়নি। AIB-এর তন্ময় ভাট ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর এবং বিশ্বের `নাইটিংগেল ভয়েস` লতা মঙ্গেশকরকে নিয়ে একটি মিমিক্রি ভিডিও প্রকাশ করেছেন যা নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। সারা দেশে রে রে পড়ে গিয়েছে এই ভিডিও নিয়ে। মহারাষ্ট্র সরকারের মুখ্যমন্ত্রী দেবন্দ্র ফড়নবিশ, তন্ময় ভাট এবং AIB-এর বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মান সেনা ইতিমধ্যেই AIB-এবং তন্ময় ভাটের এই `ঘৃণ্য` কাজের জন্য জেহাদ ঘোষণা করেছে এবং হুমকিও দিয়েছে। `সচিন বনাম লতা` এই নামেই গোটা সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। যত ছড়াচ্ছে বিতর্ক, ততই বাড়ছে। নেট দুনিয়ার বাসিন্দার মধ্যে শুরু হয়েছে, নিন্দার ঝড়, সমালোচনা।
ওয়েব ডেস্ক: দেশের দুই পদ্ম বিভূষণকে এমন 'ঘৃণ্য' কাজ সারা ভারত কেন, গোটা পৃথিবীতে এর আগে কখনও হয়নি। AIB-এর তন্ময় ভাট ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর এবং বিশ্বের 'নাইটিংগেল ভয়েস' লতা মঙ্গেশকরকে নিয়ে একটি মিমিক্রি ভিডিও প্রকাশ করেছেন যা নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। সারা দেশে রে রে পড়ে গিয়েছে এই ভিডিও নিয়ে। মহারাষ্ট্র সরকারের মুখ্যমন্ত্রী দেবন্দ্র ফড়নবিশ, তন্ময় ভাট এবং AIB-এর বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মান সেনা ইতিমধ্যেই AIB-এবং তন্ময় ভাটের এই 'ঘৃণ্য' কাজের জন্য জেহাদ ঘোষণা করেছে এবং হুমকিও দিয়েছে। 'সচিন বনাম লতা' এই নামেই গোটা সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। যত ছড়াচ্ছে বিতর্ক, ততই বাড়ছে। নেট দুনিয়ার বাসিন্দার মধ্যে শুরু হয়েছে, নিন্দার ঝড়, সমালোচনা।
দেখুন সেই ভিডিও -