ওয়েব ডেস্ক: চিটকাণ্ডে ফাঁসিয়েছেন রোজভ্যালি কর্তা। ভুবনেশ্বরে বোমা ফাটালেন তাপস পাল। দুর্নীতির কালি ছুঁড়লেন বাবুল সুপ্রিয়ও দিকেও। তৃণমূল সাংসদের ইঙ্গিত, আরও অনেকেই আছেন লাইনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পরের ছবিতে বাবার ভূমিকায় অভিনয় করবেন সলমন খান


দৃশ্যতই দিশাহীন। বিধ্বস্ত। ভুবনেশ্বরের হাসপাতালে শারীরিক পরীক্ষা। ঢোকা ও বেরোনোর সময় একই দাবি তাপস পালের। এরই মাঝে ছোট্ট বিস্ফোরণ। ফাঁসিয়েছেন রোজভ্যালি কর্তা। দাবি তৃণমূল সাংসদের। কিন্তু, তৃণমূলের মহিলা সাংসদ নিয়ে প্রশ্ন সযন্তে ডজ করে গেলেন। আবার বাহুল সুপ্রিয়র প্রসঙ্গ উঠছে জোরালো আক্রমণ। তারপরে তাপস পাল যা বললেন তা গভীর ইঙ্গিতবহ।


আরও পড়ুন পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে না বলতে পারেন না প্রিয়াঙ্কা চোপড়া!


জড়িত অনেকেই। তারা কারা? তৃণমূলের? না অন্য কোনও দলের। খোলসা করেননি। ধোঁয়াশা রেখে দিয়েছে তাপস পাল।