ওয়েব ডেস্ক : ফের খুনের হুমকি দেওয়া হল বাংলাদেশের লেখিকা তসলিমা নাসারিনকে। জঙ্গিগোষ্ঠী ISIS-এর নাম করে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা। ফেসবুকে হুমকি পাওয়ার সত্যতা স্বীকার করেছেন লেখিকা নিজেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ISIS-এর সমর্থক কেরলের নিষিদ্ধ সংগঠন "আনসারুল খালিফা" বুধবার তাদের ফেসবুক পেজে তসলিমা নাসারিনকে উদ্দেশ করে এই হত্যা হুমকি দেয়। ইসলামের অবমাননা করেছেন তসলিমা নাসারিন। এই মর্মে তাঁকে দেখা মাত্রই খুনের হুমকি দেওয়া হয়। সেইসঙ্গে সিরিয়ার ISIS-এর হাতে বন্দিদের মুণ্ডচ্ছেদের ছবিও তারা দেয়। গোটা ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন গোয়েন্দারা। পরে তসলিমা নাসারিন নিজেও এই বিষয়ে ফেসবুকে তাঁর মতামত জানান। এদিকে ওই ফেসবুক পেজটি শুক্রবার দুপুরের পর থেকে আচমকাই উধাও হয়ে যায়।