নিজস্ব প্রতিবেদন: ফরিদাবাদে টাটা স্টিলের অফিসে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলিতে ঝাঁঝরা হলেন সিনিয়র এক্সিকিউটিভ। হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয় অরিন্দম পালকে। অভিযোগ, চাকরি খোয়ানোর বদলা নিতেই গুলি চালান বরখাস্ত কর্মী। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফরিদাবাদে নিজের অফিসেই গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন টাটা স্টিল প্রসেসিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অরিন্দম পাল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর ৫ টা গুলি চালিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। গত অগাস্টে চাকরি থেকে বরখাস্ত হন বিশ্বাস পাণ্ডে নামে বছর বত্রিশের যুবক। বকেয়া পাওনার জন্য অফিসে যাতায়াত ছিল তাঁর। শুক্রবারও সেই অজুহাতেই অফিসে ঢোকেন বিশ্বাস। 


হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্তম্ভিত টাটা স্টিল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, এফ আই আর দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে। পরিবারের প্রতি সমবেদনা। 


চাকরি হারানোয় মানসিক অবসাদ, তার থেকে প্রতিশোধস্পৃহা। ঘটনার ভয়াবহতায় শিউড়ে উঠছে ফরিদাবাদ।


আরও পড়ুন- 'আমাকে বিজেপির লোক বলেছিল,' জি ২৪ ঘণ্টার ফেসঅফে বিস্ফোরক দেব