ওয়েব ডেস্ক: চাকুরিজীবীদের সুবিধা দিতে বড় পদক্ষেপ করল মোদী সরকার। সংসদে পাশ হল গ্রাচুইটি বিল। এর ফলে আইনে বদল না করেই করমুক্ত গ্রাচুইটির সীমা বদলাতে পারবে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে প্রয়োজনমতো বদল করা যাবে মাতৃত্বকালীন ছুটির সীমা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - শামি নন আসামী! ম্যাচ গড়াপেটা তদন্তে ক্লিনচিট বিসিসিআই-এর


কেন্দ্রীয় আইন অনুসারে এতদিন ১০ লক্ষ টাকা পর্যন্ত গ্রাচুইটি করমুক্ত থাকত। এবার তা বেড়ে হল ২০ লক্ষ টাকা। গত ১৫ মার্চ লোকসভায় পাশ হয়েছিল গ্রাচুইটি বিল। এদিন রাজ্যসভায় বিলটি পাশ হওয়ায় আইনে পরিবর্তিত হওয়ার পথে সব বাধা কাটল। 


তাছাড়া বিলটি পাশ হওয়ায় মাতৃত্বকালীন ছুটির সীমাও প্রয়োজনমতো বদলের অধিকার এল সরকারের হাতে। বর্তমানে ২৬ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি পান মহিলা কর্মীরা। নতুন বিল মোতাবেক ছুটিতে থাকাকালীন চাকরির ধারাবাহিকতা ভঙ্গ হবে না বলে জানানো হয়েছে।