নিজস্ব প্রতিবেদন: সব পণ্যে জিএসটি-র হার একই হতে পারে না। জিএসটি নিয়ে কংগ্রেসের দাবি উড়িয়ে দিয়ে সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাতকারে প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেসের দাবি মেনে নিলে সব জিনিসের ওপরে ১৮ শতাংশ জিএসটি বসাতে হয়। এর প্রভাব অত্যাবশ্যকীয় পণ্য ও খাদ্য দ্রব্যের ওপরে পড়বে। মার্সিডিজ গাড়ি আর দুধে জিএসটির হার একই হতে পারে না।’


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভরদুপুরে ভূমিকম্প রাজধানীতে


জিএসটির সুবিধার কথা বলতে গিয়ে মোদী বলেন, ‘জিএসটি লাগু হওয়ার ফলে ১৭ ধরনের কর ও ২৩ রকমের সেস উঠে গিয়েছে। তার পরিবর্তে এসেছে একটাই ট্যাক্স। ফলে কংগ্রেসের বন্ধুরা যখন বলেন সব জিনিসে জিএসটির হার একই হওয়া উচিত তখন তাদের উদ্দেশ্যে হল খাদ্য দ্রব্য ও অত্যাবশ্যকীয় পণ্যের ওপরেও কর বসানো। শূন্য থেকে ৫ শতাংশ কর রয়েছে। কংগ্রেস চাইছে তা ১৮ শতাংশ হয়ে যাক।’


আরও পড়ুন-গোপন ক্যামেরায় গৃহবধূর নগ্ন স্নানদৃশ্য তুলে ছড়ানো হল সোশ্যাল মিডিয়ায়
স্বাধীনতার পর দেশ একটাই কর ব্যবস্থা চালু করার ক্ষেত্রে সরকারের সাফল্যের কথা বলতে গিয়ে মোদী আরও বলেন, ‘২০১৭ সালের ১ জুলাই জিএসটি চালু হওয়ার পর ৪৮ লাখ ছোট বড় নতুন কোম্পানি তাদের নাম নথিভুক্ত করেছে। স্বাধীনতার পর থেকে এতদিন ওই সংখ্যা ছিল ৬৬ লাখ। আগে এক করের আড়ালে অনেক কর লুকানো থাকতো। এখন করদাতারা কী কর দিচ্ছেন তা দেখতে পাচ্ছেন। ইনস্পেক্টর রাজ শেষ করার জন্য জিএসটি চালু করা হয়েছে। রিটার্ন দেওয়া থেকে শুরু করে টাকা ফেরত পাওয়া সব কিছুই হচ্ছে অনলাইনে। ফলে গোটা ব্যবস্থাতে একটা স্বচ্ছতা এসেছে।’