শরিকি সংঘাত চরমে, বিজেপির সঙ্গ ছাড়ছে টিডিপি
এনডিএ ছেড়ে বেরিয়ে যাচ্ছে টিডিপি। শুক্রবারই চূড়ান্ত সিদ্ধান্ত।
নিজস্ব প্রতিবেদন: বিজেপির সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ হতে চলেছে শরিক তেলুগু দেশম পার্টির। সূত্রের খবর, আগামিকাল অর্থাত্ শুক্রবার বিজেপির সঙ্গে জোট ছিন্ন করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন চন্দ্রবাবু নাইডু। শুধু তাই নয়, সংসদে স্বাধিকারভঙ্গের নোটিস আনতে চলেছে ওয়াইএসআর কংগ্রেস। তাতে সমর্থন দেবে টিডিপি। সবমিলিয়ে বেকায়দায় কেন্দ্রের শাসক দল।
দীর্ঘদিন ধরেই অন্ধ্রপ্রদেশ বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছেন চন্দ্রবাবু নাইডু। এনিয়েই দুই শরিকের চাপানউতোর চলছিল। গত ৮ মার্চ এনডিএ মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন টিডিপির দুই মন্ত্রী। পাল্টা অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন বিজেপির প্রতিনিধিরা। দুই শরিকের সংঘাত পৌঁছয় চরমে। জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দলের বিধায়ক, সাংসদ ও প্রবীণ নেতাদের শুক্রবার বৈঠকে ডেকেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। টিডিপি নেতা কাম্ভামপতি রামমোহন রাও বলেন,''তামিলনাড়ুর মতো অন্ধ্রপ্রদেশেও নোংরা রাজনীতি করছে বিজেপি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।''
আরও পড়ুন- গোটা দেশের চেয়েও পশ্চিমবঙ্গে অধিক হারে বাড়ছে আরএসএস
নাইডু এদিন অভিযোগ করেন, ওয়াইএসআর কংগ্রেস ও অভিনেতা পবন কল্যাণের দল জেনা সেনা পার্টিকে ব্যবহার করে তাঁর দলকে নিশানা করছে বিজেপি। তামিলনাড়ুতে ইপিএসের গোষ্ঠীকে সমর্থন দিয়ে ওপিএসকে কোণঠাসা করেছিল তারা, সেই ছকই অন্ধ্রপ্রদেশের প্রয়োগ করছে।বিহার ও উত্তরপ্রদেশে উপনির্বাচনে বিজেপির হারের পর নাইডু মনে করেন, কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া জোরাল হয়েছে।এর পাশাপাশি
এদিকে শুক্রবার সংসদে এনডিএ সরকারের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিতে চলেছে ওয়াইএসআর কংগ্রেস। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ও সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে দেখা করে সমর্থন চান দলের সাংসদ ওয়াইভি সুব্বা রেড্ডি। চিঠিতে ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডি লিখেছেন,''অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া নিয়ে গড়িমসি করা হচ্ছে। কেন্দ্র দাবি না মানলে আমার সাংসদরা পদত্যাগ করবেন।'' সূত্রের খবর, রাজনৈতিক বিরোধী ওয়াইএসআর কংগ্রেসকে সমর্থন দেবে টিডিপি।
আরও পড়ুন- শুধু নীরব মোদী, বিজয় মালিয়াই নন, দেশ ছেড়ে পালিয়েছেন ৩১ জন