ওয়েব ডেস্ক: ক্লাসরুমের মধ্যে বসেই বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গে অশ্লীল ছবি তুলে তা পোস্ট করেছিলেন ফইজুদ্দিন লস্কর নামে অসমের এক শিক্ষকl যা নিয়ে সোশ্যাল সাইটে তুমুল সমালোচনাও হয়l এবার ওই শিক্ষককে গ্রেফতার করল পুলিসl


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, অসমের হাইলাকান্দি জেলার ওই শিক্ষকের অশ্লীল ছবি প্রকাশ্যে আসতেই কংগ্রেস সহ সবকটি রাজনৈতিক দলের তরফে তার গ্রেফতারির দাবি জানানো হয়l কংগ্রেস নেতা দেবব্রত সাইকিয়া অভিযোগ করেন, যেখানে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর মত প্রকল্প চলছে, সেখানে ছাত্রীদের সঙ্গে ওই শিক্ষকের এই ধরণের ব্যবহার অত্যন্ত দুর্ভাগ্যজনকl কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন অসমের বিরোধী দলনেতাl


তাঁর অভিযোগ, এসব দেখে মনে হচ্ছে, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ শুধু স্লোগান হিসেবেই রয়ে গিয়েছেl বাস্তবে তা কোনও ভাবেই ফলপ্রসু হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনিl এরপরই তৎপরতা দেখায় প্রশাসন, গেফতার করা হয় অভিযুক্ত শিক্ষককে।