ওয়েব ডেস্ক: ক্লাসের ভিতর পড়ুয়াদের সামনেই দুই ছাত্রের হাতে খুন হয়ে গেলেন শিক্ষক। পশ্চিম দিল্লির নাংলোই এলাকার এক সরকারি স্কুলের ঘটনা। জানা গিয়েছে, কম হাজিরার জন্য ক্লাস টুয়েলভের ওই দুই ছাত্রকে বকাবকি করেছিলেন শিক্ষক মুকেশ কুমার। একজনকে বরখাস্তও করা হয়। গতকাল এনিয়ে কথা বলতে স্কুলে যায় ওই ছাত্র। সেসময় পরীক্ষা চলছিল। কথা বলতে বলতে তর্কাতর্কি বেধে যায় । লেখা ফেলে উঠে আসে অন্য ছাত্রও। আচমকাই ছুরি নিয়ে শিক্ষকের ওপর ঝাপিয়ে পড়ে দুজন। রক্তাক্ত অবস্থায় শিক্ষক লুটিয়ে পড়লে পালিয়ে যায় দুই ছাত্র। হাসপাতালে মৃত্যু হয় শিক্ষকের। দুই ছাত্রকেই গ্রেফতার করেছে পুলিস। দুই ছাত্রের মধ্যে একজনের সাবালক হতে মাত্র দুমাস বাকি।


আরও পড়ুন রাগী মানুষের বুকে ফল্গু নদীও বয় বোঝার জন্য এটা ভালো উদাহরণ