ওয়েব ডেস্ক : রাস্তায় পড়ে ছটফট করছে তরুণ। রক্ত ভেসে যাচ্ছে তার চারপাশ। হাত জোড় করে সাহায্যও চাইছেন। কিন্তু পথ চলতি মানুষ শুধুই দর্শক। কেউ কেউ আবার মোবাইলে তুলে রাখছে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়া তরুণের ছবি।  এ কোন সমাজে বাস করছি আমরা?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- অন্ধ্রপ্রদেশ-ওড়িশা সীমান্তে IED বিস্ফোরণ, মৃত ৫ পুলিসকর্মী


হাইটেক শহর বেঙ্গালুরুর খুব কাছেই কোপ্পালের ঘটনা এমন প্রশ্নই তুলে দিচ্ছে। সাইকেল আরোহী তরুণকে ধাক্কা মারে পালিয়ে যায় সরকারি বাস। এরপর থেকেই আনওয়ার আলি নামে ওই তরুণ গুরুতর জখম অবস্থায় রাস্তাতেই ছটফট করতে থাকে। এগিয়ে আসেননি কেউ। এভাবেই কেটে যায় বেশ কিছুক্ষণ। শেষ পর্যন্ত আনওয়ার আলিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা তাঁকে বাঁচাতে পারেনি। প্রশ্ন উঠছে, একটুও কি সাহায্য করা যেত না যুবককে? পথের দর্শকদের অবশ্য সাফাই, এতটাই জখম আনওয়ারকে সাহায্য করতেও ভয় পাচ্ছিলেন অনেকেই। তাই এগিয়ে যাননি কেউ।