নিজস্ব প্রতিবেদন: রাজনীতিতে ভাইয়ের সঙ্গে পার্শ্বচরিত্রে থাকলেও সিলভার স্ক্রিনে নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন লালুর বড় ছেলে তেজপ্রতাপ যাদব। সকালে নিজের আসন্ন হিন্দি ছবির পোস্টার টুইট করেছেন ২৯ বছরের তেজপ্রতাপ। ছবির নাম 'রুদ্র-দ্য অবতার'।

 

এর আগে ভোজপুরি সিনেমা 'অপহরণ উদ্যোগ'-এ অভিনয় করেছেন তেজপ্রতাপ যাদব। ছবিতে মুখ্যমন্ত্রীর ভূমিকায় ছিলেন ২৯ বছর বয়সী বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। এবার আর ভোজপুরী নয়, বরং বলিউডে পা রাখতে চলেছেন লালুপুত্র। তবে পরিচালক বা প্রযোজকের নাম নেই পোস্টারে। 

 



 

দিন কয়েক আগে রাজনীতি থেকে সন্ন্যাসের ইঙ্গিত দিয়েছিলেন তেজপ্রতাপ যাদব। তিনি লিখেছিলেন, ''অর্জুনকে হস্তিনাপুর দিয়ে আমার দ্বারকায় চলে যাওয়া উচিত।'' রাজনৈতিক মহলের মতে, লালুপ্রসাদের অনুপস্থিতিতে আরজেডি-র অন্দরে গুরুত্ব বাড়ছে তেজস্বী যাদবের। খানিকটা পিছিয়েই পড়েছেন বড় ভাই তেজপ্রতাপ যাদব। তিনি অভিযোগ করেছিলেন, দলের নেতারা তাঁর ফোন ধরেন না। সেই ক্ষোভ থেকে ভাইকে রাজত্ব ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তেজপ্রতাপ।

আরও পড়ুন- নীরবের হদিশ পেতে তিনটি দেশকে চিঠি বিদেশমন্ত্রকের: সূত্র