নিজস্ব প্রতিবেদন: দলের হয়ে সক্রিয়ভাবে কাজ না করলে, বড়ভাই তেজ প্রতাপকে দল থেকে সরানোর হতে পারে। এমনই দলীয় বৈঠকে ইঙ্গিত দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। যাঁর হাতেই এখন দলের ভার ও ভবিষ্যত। লোকসভা নির্বাচনের পর চিকিত্সা করাতে বেশ কিছুদিন বিহারের বাইরে ছিলেন তেজস্বী। জানা যাচ্ছে,  ফিরে এসে রিপোর্ট পান, শিশু মৃত্যুর মতো সাম্প্রতিক ঘটনায় সরকারকে কোণঠাসা করতে ব্যর্থ হয়েছে দল। এমনকি বিধানসভাতেও সে ভাবে ঝাঁপাতে পারেনি আরজেডির বিধায়করা। এতে ভীষণ অখুশি তেজস্বী। আর এই ব্যর্থতার জন্য দাদা তেজ প্রতাপকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিহারের প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


লোকসভা নির্বাচনের আগে তেজ প্রতাপ দল থেকে বেরিয়ে ‘লালু-রাবড়ি মোর্চা’ দল তৈরি করে। আরজেডি দলে সম্মান পাচ্ছেন না বলে অভিযোগ তুলে এই দল তৈরি করেন। কিন্তু পরে ফের আরজেডি-র হয়ে প্রচার করতে দেখা যায় তাঁকে। কিন্তু প্রায়শই বিস্ফোরক মন্তব্য করে দলছুট হয়েছেন তিনি। এর জন্য আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব তাঁর উপর ভরসা না করে তেজস্বীকেই দায়িত্ব সঁপেন।


আরও পড়ুন- জন্ম থেকে মৃত্যু পদে পদে কাটমানি নিয়েছে তৃণমূল, সংসদে খাঁটি বাংলায় সুর চড়ালেন লকেট


তবে, দল থেকে তেজ প্রতাপকে সরানোর খবর নিয়ে মুখ খুলছেন না আরজেডি নেতারা। এই খবর ভুয়ো বলে উড়িয়ে দিয়ে আরজেডির ভাই বীরেন্দ্র বলেন, বিরোধীরা গুজব ছড়াচ্ছে। এ ধরনের খবর মিথ্যে। আরজেডির প্রবীণ নেতা আবদুল বারি সিদ্দিকি তো মুখই খুলতে চাননি।