নিজস্ব প্রতিবেদন: বিজেপিকে রুখতে জোট বাঁধলেও প্রধানমন্ত্রীর মুখ হিসেবে রাহুল গান্ধীকে মেনে নিতে পারবে না আরজেডি। আর তা ঠারেঠোরে বুঝিয়ে দিলেন তেজস্বী যাদব। তাঁর কথায়, ''বিরোধী দলে অনেক মুখ রয়েছে।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কর্ণাটকে নির্বাচন প্রচারের শেষবেলায় রাহুল গান্ধী ঘোষণা করেছিলেন, পরবর্তী লোকসভা ভোটে কংগ্রেসের হাতে সংখ্যা থাকলে প্রধানমন্ত্রী হতে তিনি রাজি। এরপর কর্ণাটকে জেডিএসের সঙ্গে জোট করে বিজেপিকে রুখে দেন কংগ্রেস সভাপতি। জেডিএস-কংগ্রেস জোটের শপথগ্রহণ মঞ্চে উজ্জ্বল হয়ে ওঠে বিরোধী ঐক্যের ছবি। ওই মঞ্চে ছিলেন তেজস্বী যাদবও। পরে দিল্লিতে রাহুল ও তেজস্বীর সাক্ষাত্ও হয়। বাবার গরহাজিরায় দলের দায়িত্ব সামলাচ্ছেন লালুর ছোট ছেলে তেজস্বী যাদব। তাঁর কথায়,''রাহুল গান্ধীর সঙ্গে হাত মিলিয়ে সংবিধান ও গণতন্ত্রকে বাঁচাব। আরএসএসের প্রধান বারবার সংরক্ষণব্যবস্থা তুলে দেওয়ার কথা বলছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে বসে রয়েছেন আরএসএসের এজেন্টরা। দেশের পক্ষে এরা বিপজ্জনক। এজন্যই রাহুল গান্ধীর সঙ্গে হাত মিলিয়েছি।''


তাহলে রাহুল গান্ধীই কি বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী? এই প্রশ্নে অবশ্য কংগ্রেস সভাপতির পাশে নেই তেজস্বী যাদব। তাঁর স্পষ্ট কথা, ''বিরোধী জোটে অনেক মুখ রয়েছে।'' রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মেনে নিতে পারবেন মায়াবতী, মমতা, অখিলেশরা? তেজস্বীর জবাব, ''ইউপিএ সরকারের জমানাতেও নির্বাচনের পরে মনমোহন সিংয়ের নাম চূড়ান্ত হয়েছে। তবে কংগ্রেস বৃহত্তম দল হলে প্রধানমন্ত্রী দাবিদার হতে পারেন রাহুল গান্ধী।''


আরও পড়ুন- নরেন্দ্র মোদীর বাড়ির ওপরে 'ভিনগ্রহীদের উড়ন্ত চাকতি'!