জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: র‍্যাগিং নয়। মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের পড়ুয়াকে সেলুনে নিয়ে এবার মাথা ন্যাড়া করিয়ে দিলেন অধ্যাপকই! কেন? তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Gujrat: ফের র‍্যাগিংয়ের শিকার ১৮ বছরের ডাক্তারি পড়ুয়া! তিন ঘণ্টা দাঁড়িয়ে...


স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চুলের স্টাইল নাকি ডাক্তারি পড়ুয়াদের মতো নয়! প্রথম বর্ষের ওই পড়ুয়াকে চুল ছেঁটে ফেলার পরামর্শ দেন হস্টেলের কয়েকজন সিনিয়র। সেইমতো চুল ছেঁটেও ফেলেন তিনি। কিন্তু চুলের সেই স্টাইলটি আবার পছন্দ হয়নি মেডিক্যাল কলেজে এক অধ্যাপকের। অভিযোগ, তিনি ওই পড়য়াকে বলেন, 'অদ্ভুক দেখাচ্ছে'। শুধু তাই নয়, সেলুনে নিয়ে গিয়ে তাঁকে ন্যাড়া করিয়ে দেন! অভিযুক্ত অধ্যাপক কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটির মেডিক্যাল অফিসার। হস্টেলেই থাকেন তিনি।


এই ঘটনাটি নজরে আসতে নড়চড়ে বসে কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্তকে হস্টেলের মেডিক্যাল অফিসার পদ থেকে সরিয়ে দিয়েছেন অধ্য়ক্ষ। ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করেছেন তিনি। অধ্য়ক্ষ বলেন, 'একজন অধ্য়াপকের এই ধরণের কাজ করাটা ঠিক নয়'। অভিযুক্তদের পাল্টা দাবি, হেনস্তার করার জন্য নয়, বরং ওই পড়ুয়া যাতে কলেজের শঙ্খলা মেনে চলেন, সেকারণেই এই কাজ করেছেন তিনি।


এদিকে কলকাতার আরজি মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল ৪৭ জনকে। পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্তরা। সাসপেনসন খারিজ হয়ে যায়। হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের অবসরকালীন বেঞ্চের নির্দেশ দেয়,  'স্বাস্থ্য দফতরের নির্দেশ ছাড়া সাসপেবশন বা বহিষ্কার কার্যকর করা যাবে না। রাজ্য সরকার সিদ্ধান্ত না নিলে ৫ অক্টোবরের সিদ্ধান্ত কার্যকর নয়'।


আরও পড়ুন:  Delhi Pollution: দিল্লিতে কি এবার লকডাউন! বন্ধ স্কুল, ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)