জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নজরে ২০২৪ এর লোকসভা নির্বাচন। আর সেই প্রেক্ষাপটেই বিহারে বিজেপি জোট ছেড়ে বেরিয়ে এসেছেন নীতীশ কুমার। লালু পুত্র তেজস্বী যাদবের সঙ্গে হাত মিলিয়ে পুরনো জোটকেই নতুন করে ফিরিয়ে এনেছেন। আসন্ন লোকসভা নির্বাচনে সব বিরোধীদের এক জোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বানও জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। সেই মঞ্চকে আরও পোক্ত করতে আজ বিহার যাচ্ছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএকে পরাজিত করতে অ-বিজেপি জোট গঠনের সম্ভাবনাও তৈরি হতে পারে বলে সূত্রের খবর৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, ফের দুষ্কৃতী যোগ বিহার মন্ত্রিসভায়, সরানো হল অপহরণে অভিযুক্ত আইনমন্ত্রীকে


বুধবার সকালেই পটনা পৌঁছনোর কথা রয়েছে চন্দ্রশেখরের। আজ নীতীশের সঙ্গে মধ্যাহ্নভোজ করার কথাও রয়েছে তাঁর৷ এমএলসি এবং জেডি (ইউ) এর প্রধান মুখপাত্র নীরজ কুমার বলেন, "বিজেপিকে পরাজিত করার জন্য দক্ষিণ এবং উত্তরের মধ্যে এই বৈঠকের মাধ্যমেই ঐক্যসাধন করানো হবে। চন্দ্রশেখর রাও নিঃসন্দেহে দক্ষিণের একজন প্রখ্যাত নেতা। সেখানের বিজেপি বিরোধী মূল কণ্ঠও বলা যেতে পারে। তাই নতুন করে কোনও জোট হতেই পারে।"


আরজেডি জাতীয় সহ-সভাপতি শিবানন্দ তিওয়ারির মতে এই বৈঠকই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাঁর কথায়,  "কেসিআর এবং নীতীশের মধ্যে বৈঠকটি অবশ্যই গুরুত্বপূর্ণ। বিরোধী ঐক্য গঠনে এই দুই নেতারই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এনডিএ থেকে নীতীশের ছেড়ে চলে আসা সাম্প্রতিক সময়ে বিজেপির জন্য সবচেয়ে বড় ধাক্কা।" 


মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে দেশ জুড়ে বিজেপি বিরোধী প্রচারে নামার পরিকল্পনার কথা জানিয়েছিলেন নীতীশ। ওয়াকিবহাল মহলের মতে, নিজেকে বিরোধী শিবিরের মুখ হিসেবে তুলে ধরতেই দেশব্যাপী ওই প্রচারে নামার পরিকল্পনা নিয়েছেন তিনি। অন্যদিকে, বিজেপি শিবিরের দাবি, আগামী লোকসভা নির্বাচনে বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদ প্রার্থী হতেই লোকসভার ঠিক আগে এনডিএ ছেড়ে বেরিয়ে আসার ঝুঁকি নিয়েছেন নীতীশ। বর্ষীয়ান বিজেপি নেতা সুশীল কুমার মোদী বলেন,  "কেসিআর এবং নীতীশ কুমারের মধ্যে বৈঠকটি বিরোধী ঐক্যের নামে একটি নতুন কমেডি শো হবে।"


আরও পড়ুন, Karnataka: হুব্বল্লি ইদগাহ‌ ময়দানেই হবে গণেশ পুজো, রাতেই শুনানি কর্ণাটক হাইকোর্টে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)