ফের দুষ্কৃতী যোগ বিহার মন্ত্রিসভায়, সরানো হল অপহরণে অভিযুক্ত আইনমন্ত্রীকে

কার্তিক কুমার, গত এপ্রিল মাসে বিধান পরিষদে নির্বাচিত হন। ডন থেকে রাজনীতিবিদ হওয়া অনন্ত সিংয়ের ঘনিষ্ঠ বলে মনে করা হয় তাকে। তিনি আরজেডির টিকিটে পাটনা থেকে এমএলসি নির্বাচিত হন। তিনি বিহারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর একটি অপহরণের মামলায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

Updated By: Aug 31, 2022, 11:40 AM IST
ফের দুষ্কৃতী যোগ বিহার মন্ত্রিসভায়, সরানো হল অপহরণে অভিযুক্ত আইনমন্ত্রীকে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহারে নতুন সরকার শপথ নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে মন্ত্রিসভায় পরিবর্তন করা হয়েছে। বিতর্কে বিদ্ধ তাঁর মন্ত্রী কার্তিক কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অপহরণের অভিযোগে অভিযুক্ত বিহারের আইনমন্ত্রী কার্তিক কুমারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার তাকে আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে আখ শিল্প মন্ত্রক বরাদ্দ করা হয়েছে। ফৌজদারি মামলায় জড়িত থাকার অভিযোগে চলতে থাকা বিতর্কের মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কার্তিক কুমারের মন্ত্রক বদল করেছেন। ওপর আরজেডি নেতা শামীম আহমেদকে কুমারের জায়গায় আইনমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রিপরিষদ সচিবালয় বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা বলেছে। আহমদ নতুন পদে উন্নীত হওয়ার আগে আখ শিল্প মন্ত্রকের দায়িত্বে ছিলেন। আরজেডি-র এমএলসি কার্তিক কুমারকে আইনমন্ত্রী হিসাবে নিযুক্ত করা নিয়ে নীতীশ কুমার সরকার আক্রমণের মুখে পড়ে।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিতর্কিত মন্ত্রী কার্তিক সিং-এর দায়িত্ব শুধুমাত্র আইন থেকে আখ মন্ত্রকে পরিবর্তন করার জন্য নীতীশ কুমারকে আক্রমণ করেছে। বিজেপির মুখপাত্র অরবিন্দ কুমার সিং বলেছেন যে নীতীশ তাকে তার মন্ত্রিসভা থেকে অপসারণ করার সাহস জোগাড় করতে পারেননি এবং এই পুরো কাজটি মানুষের চোখ কে ফাকি দেওয়া ছাড়া কিছুই নয়।

আরও পড়ুন: Karnataka: হুব্বল্লি ইদগাহ‌ ময়দানেই হবে গণেশ পুজো, রাতেই শুনানি কর্ণাটক হাইকোর্টে

২০১৪ সালের একটি অপহরণের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এই অভিযোগ তুলে বিজেপি তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি করে। কংগ্রেসও তাদের তরফে আবেদন জানায় নীতীশ কুমার এবং তার ডেপুটি তেজস্বী যাদবকে। মহাগঠবন্ধনে আরজেডি নেতা কার্তিক কুমারকে আইনমন্ত্রী হিসাবে নিয়োগ নিয়ে যে বিতর্ক শুরু হওয়ার পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করে তাঁরা।

কার্তিক কুমার, গত এপ্রিল মাসে বিধান পরিষদে নির্বাচিত হন। ডন থেকে রাজনীতিবিদ হওয়া অনন্ত সিংয়ের ঘনিষ্ঠ বলে মনে করা হয় তাকে। তিনি আরজেডির টিকিটে পাটনা থেকে এমএলসি নির্বাচিত হন। তিনি বিহারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর একটি অপহরণের মামলায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

ক্ষমতাসীন মহাজোটের সদস্য কংগ্রেস এবং সিপিআই-এমএল (লিবারেশন), নীতীশ কুমার সরকারকে নতুন দাবি জানায়। কার্তিক কুমারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে তাঁরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.