নিজস্ব প্রতিবেদন: ফের পুলওয়ামায় জঙ্গিদের নিশানায় সিআরপিএফ। আচমকা ওই হামলায় শহিদ  হলেন ২ সিআরপিএফ জওয়ান ও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৩ জওয়ান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-প্রিয়াঙ্কার কুর্তি ধরে টানাহেঁচড়া, চাপের মুখে এবার ক্ষমা চাইল যোগী পুলিস



সোমবার সিআরপিএফের ১১০ নম্বর ব্যাটালিয়ন ও জম্মু-কাশ্মীর পুলিস টহল দিচ্ছিল পুলওয়ামার পাম্পোরে। কান্দিজাল সেতুর কাছে আসতেই আচমকাই তাদের ওপরে হামলা চালায় জঙ্গিরা। বাহিনী সূত্রে খবর, ওই হামলায় শহিদ হয়েছেন ২ জওয়ান। মারাত্মক জখম ৩ জওয়ান। আহতদের শ্রীনগরের সেনা হাসপাতালে পাঠানো হয়েছে।


সিআরপিএফের তরফে জানানো হয়েছে, পাম্পোরের কান্দিজালে জাতীয় সড়কের ওপরে বেলা সাড়ে বারোটা নাগাদ ওই হামলা চালানো হয়। হামলার পরই এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। চলছে তল্লাশি।


আরও পড়ুন-পুজোর মুখে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিস, কর্মহীন সাইলি চা-বাগানের ১৫০০ শ্রমিক


উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি এই পুলওয়ামা জেলার কাজিগুন্ডের কাছে সিআরপপিএফের একটি কনভয়ে হামলা চালায় আত্মঘাতী জঙ্গিরা। একটি বিস্ফোরকভার্তি গাড়ি কনভয়ে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায়। তাতেই ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় ৪০ জওয়ানের দেহ। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ।