জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় ফের সেনাছাউনিতে হামলা, শহিদ ৩
উরির ধাঁচে ফের একবার সেনা ক্যাম্পে হামলা চালাল জঙ্গিরা। এবার জম্মু কাশ্মীরের কুপওয়ারায়। আজ ভোরে চৌকিবল সেনা ছাউনিতে আত্মঘাতী হামলা চালায় একদল জঙ্গি। আচমকা হামলায় নিহত হন মেজর র্যাঙ্কের এক অফিসার ও দুই সেনা জওয়ান। আহত হন পাঁচজন।
ওয়েব ডেস্ক : উরির ধাঁচে ফের একবার সেনা ক্যাম্পে হামলা চালাল জঙ্গিরা। এবার জম্মু কাশ্মীরের কুপওয়ারায়। আজ ভোরে চৌকিবল সেনা ছাউনিতে আত্মঘাতী হামলা চালায় একদল জঙ্গি। আচমকা হামলায় নিহত হন মেজর র্যাঙ্কের এক অফিসার ও দুই সেনা জওয়ান। আহত হন পাঁচজন।
শুরু হয় দুপক্ষে গুলির লড়াই। জওয়ানদের পাল্টা জবাবে নিকেশ হয় দুই জঙ্গি। এখনও দুজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ। তাদের খোঁজে তল্লাসি চলছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, প্রতিবছরই গরমের সময় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করে অনুপ্রবেশকারীরা। দু'তিন দিন আগে থেকে ১৫০ জন অনুপ্রবেশকারী ঢোকার প্রস্তুতিও নিচ্ছিল। তাদেরই কয়েকজন এই হামলার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন, বাংলাদেশ সীমান্তে রহস্যজনক সুড়ঙ্গের হদিশ পেল BSF