বাংলাদেশ সীমান্তে রহস্যজনক সুড়ঙ্গের হদিশ পেল BSF

বাংলাদেশ সীমান্তে রহস্যজনক সুড়ঙ্গের হদিশ পেল BSF। চোপড়া থানা এলাকার ফতেপুর বর্ডার আউটপোস্ট এলাকায় টহলদারির সময় একটি গর্ত নজরে পড়ে BSF জওয়ানদের। গর্তটি কাঁটাতারের ওপারে বাংলাদেশের জমিতে ছিল। এরপরই এলাকা ঘিরে তল্লাশি অভিযানে নামে সীমান্তরক্ষী বাহিনী।

Updated By: Apr 26, 2017, 08:00 PM IST
বাংলাদেশ সীমান্তে রহস্যজনক সুড়ঙ্গের হদিশ পেল BSF

ওয়েব ডেস্ক : বাংলাদেশ সীমান্তে রহস্যজনক সুড়ঙ্গের হদিশ পেল BSF। চোপড়া থানা এলাকার ফতেপুর বর্ডার আউটপোস্ট এলাকায় টহলদারির সময় একটি গর্ত নজরে পড়ে BSF জওয়ানদের। গর্তটি কাঁটাতারের ওপারে বাংলাদেশের জমিতে ছিল। এরপরই এলাকা ঘিরে তল্লাশি অভিযানে নামে সীমান্তরক্ষী বাহিনী।

প্রায় দুশো মিটার দুরে ডানকানসের চাবাগানে সুড়ঙ্গটি শেষ হয়েছে। বিষয়টি জেলা পুলিসকে জানিয়েছে BSF। এবিষয়ে রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেও। সম্প্রতি উত্তর দিনাজপুরে, সীমান্তের ওপার থেকে জাল টাকা এবং অস্ত্রের চোরাচালান গোয়েন্দাদের উদ্বেগ বাড়িয়েছে। আশঙ্কা, আন্তর্জাতিক পাচারচক্র ওই সুড়ঙ্গ খুঁড়েছে।

আরও পড়ুন, ভদ্রেশ্বরে গঙ্গার জোয়ারে ভেসে গেল জেটি, মৃত ৩, নিখোঁজ বহু

.