ফের জম্মু-কাশ্মীরের নাগরোটায় জঙ্গি হামলা, নিশানায় খোদ সেনা ছাউনি
ফের জম্মু-কাশ্মীরের নাগরোটায় জঙ্গি হামলা। কিছুতেই থামছে না। এবার নিশানায় খোদ সেনা ছাউনি। সেনা ক্যাম্পে ঢুকে পড়েছে বেশ কয়েকজন জঙ্গি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সংখ্যায় দুই থেকে তিনজন জঙ্গি ঢুকে পড়েছে। চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। গুলির লড়াইয়ে দুই সেনা জওয়ান ইতিমধ্যে জখম হয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে ভোরবেলা গ্রেনেড হামলা চালাতে চালাতে ঢুকে পড়ে জঙ্গিরা।
ওয়েব ডেস্ক: ফের জম্মু-কাশ্মীরের নাগরোটায় জঙ্গি হামলা। কিছুতেই থামছে না। এবার নিশানায় খোদ সেনা ছাউনি। সেনা ক্যাম্পে ঢুকে পড়েছে বেশ কয়েকজন জঙ্গি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সংখ্যায় দুই থেকে তিনজন জঙ্গি ঢুকে পড়েছে। চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। গুলির লড়াইয়ে দুই সেনা জওয়ান ইতিমধ্যে জখম হয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে ভোরবেলা গ্রেনেড হামলা চালাতে চালাতে ঢুকে পড়ে জঙ্গিরা।
আরও পড়ুন ব্যাঙ্কে জমা দেওয়া চালু ও নতুন নোট তোলার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি রিজার্ভ ব্যাঙ্কের
সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনা। নাগরোটার সব স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে আশেপাশের মানুষদের। চলছে জোর লড়াই।
আরও পড়ুন জম্মু-কাশ্মীরের মাচিলে ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদের ঘটনার পিছনে ছিল কার মদত?