ব্যাঙ্কে জমা দেওয়া চালু ও নতুন নোট তোলার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি রিজার্ভ ব্যাঙ্কের

ব্যাঙ্কে জমা দেওয়া চালু ও নতুন নোট তোলার ক্ষেত্রে আর কোনও বিধি নিষেধ রইল না। সোমবারই এই নয়া নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে সাধারণভাবে ব্যাঙ্ক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা এখনও সপ্তাহে চব্বিশ হাজারই থাকছে। নতুন নির্দেশিকা অনুযায়ী এই ঊর্ধ্বসীমার সঙ্গেই নতুন নোটে জমা দেওয়া বাড়তি টাকাও তোলা যাবে। সেক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা থাকছে না।

Updated By: Nov 29, 2016, 08:28 AM IST
 ব্যাঙ্কে জমা দেওয়া চালু ও নতুন নোট তোলার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি রিজার্ভ ব্যাঙ্কের

ওয়েব ডেস্ক: ব্যাঙ্কে জমা দেওয়া চালু ও নতুন নোট তোলার ক্ষেত্রে আর কোনও বিধি নিষেধ রইল না। সোমবারই এই নয়া নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে সাধারণভাবে ব্যাঙ্ক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা এখনও সপ্তাহে চব্বিশ হাজারই থাকছে। নতুন নির্দেশিকা অনুযায়ী এই ঊর্ধ্বসীমার সঙ্গেই নতুন নোটে জমা দেওয়া বাড়তি টাকাও তোলা যাবে। সেক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা থাকছে না।

আরও পড়ুন নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে মোদীকে কী হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী?

আরবিআইয়ের মতে, নোট-কাণ্ডের জেরে টাকা তোলার ঊর্ধ্বসীমা থাকায় গ্রাহকদের একাংশ ব্যাঙ্কে টাকা জমা দেওয়া এড়িয়ে যাচ্ছেন। তাদের উত্সাহ দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

আরও পড়ুন  হিসাব বহির্ভূত টাকা জমা দিতে গেলে বা ধরা পড়লে কত টাকা কর দিতে হবে জানুন

.